Wednesday, November 23, 2016

ধর্ম, অর্থ,কাম ও মোক্ষ

মানব জীবনে চারটি বিষয় অতি জরুরী, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। আসুন আমরা সবাই এই্ চারটি বিষয় সম্পর্কে পরিষ্কার ভাবে বোঝার চেষ্টা করি।

ধর্ম:

ধর্ম শব্দের অর্থ যা মানুষকে ধারন করে। প্রশ্ন কে আমাদেরকে ধারন করে আছেন? উত্তর আত্মা আমাদেরকে ধারন করে আছেন। কারন আত্মা থাকলে আমরা জীবিত থাকি আর আত্মা না থাকলে আমরা মৃত্যু বরণ করি। সুতরাং সেই ভিত্তি সত্ত্বা আত্মাকে জানাই আমাদের প্রধান কাজ।

তাঁকে তো জানবো কিন্তু তিনি থাকেন কোথায় ? বেদ বলছেন তিনি প্রত্যেক জীবের হৃদয়ে আবস্থান করেন । তাহলে তাঁকে পেতে গেলে আমাদেরকে মনের অভ্যন্তরে যেতে হবে। কিন্তু দুঃখের বিষয় আমাদের মন সহ সকল ইন্দ্রিয়গন সর্বদা বর্হিমুখী। তাই বর্হিমুখী সকল ইন্দ্রিয়কে অন্তরমুখী করতে বেদ কিছু প্রক্রিয়ার উল্লেখ করেছেন যাকে সাধনা বলা হয়। এই সাধনার দ্বারাই মানুষ তাঁর মধ্যে বসবাসরত আত্মাকে লাভ করতে পারবেন, যা ব্রহ্ম স্বয়ং। অতএব স্বীয় সত্ত্বাকে লাভ করবার জন্য বেদের যে বিভিন্ন ব্যবস্থা বা বিধান তাই ধর্ম।

অর্থ:

অর্থ মানব জীবনের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ যতদিন আমাদের দেহের অস্তিত্ব আছে এবং সেই দেহকে নিয়ে এই জগতে বাস করতে হবে ততোদিন অর্থ লাগবেই , এমনকি আমরা বলতে পারি অর্থ ছাড়া জীবনকে কল্পনাও করা যায় না।

কিন্তু আমাদের একটা ভুল ধারনা আছে যে অর্থ আমাদের আধ্যাত্মিক পথের বাঁধা। এটি সম্পুর্ণ ভুল ধারনা। কেননা তাই যদি প্রকৃতির নিয়ম হতো তাহলে অর্থের প্রতি আমাদের এতো গুরুত্ব কোন ভাবেই হতো না। এছাড়াও কিছু উদাহরনকে চিন্তন করুন যেমন - ভগবান শ্রীরাম, শ্রী কৃষ্ণ সবাই রাজার ঘরে জন্ম নিয়েছিলেন এবং নিজেরাও রাজা ছিলেন। আবার ধর্ম রাজ যা পৃথিবীতে শুধু একজন সেই যুধিষ্ঠিরও সম্রাট ছিলেন। সুতরাং অর্থ আধ্যাত্মিক পথের বাধা নয় । তবে একটি বিষয় সর্বাদ মনে রাখতে হবে, আমার উপার্জিত অর্থ যেন সৎ পথের হয় এবং ব্যয়ও সৎ পথে হয়। তাহলে সেই অর্থ আপনাকে আনন্দ দেবে নয়তো বা তা পিড়া দেবে।

এছাড়াও অর্থ ব্যাপারে আমাদেরকে একটু সাবধান থাকতে হবে যে, আমরা অর্থের মালিক, অর্থ যেন আমাদের মালিক না হয়, তাহলে অর্থে অহংকার এসে যায় ও তার ধ্বংস অনিবার্য হয়ে পরে।

কাম:

কামনাকে পূর্ণ করার জন্যই এই পৃথিবীতে আমার, আপনার সবার জন্ম। তাছাড়া কেন আমাদের জন্ম হবে বলুন? স্বীয় ভোগবাদী দৃষ্টিতে নিজের কামনা পূর্ন করলেও আধ্যাত্মিক পথেও আমরা সবাই ঈশ্বরের কামনাই পূর্ণ করছি। সেই জন্যই তো তিনি আমাদের সবাইকে বিশেষ বিশেষ গুন দিয়ে পাঠিয়েছেন, যাতে করে আমরা তাঁর মনোবাসনা পূর্ণ করি। মনে রাখতে হবে, যা নিজের ও সৃষ্টির জন্য কল্যাণকর সেই কামনা পূর্ণ করাই আমাদের কর্তব্য। অতএব গুন অনুসারে কর্তব্য কর্ম সম্পাদন করার নামই কাম এবং এই কাম পূর্ণ করার জন্যই ভগবানের এই বিশাল সৃষ্টির রচনা করা। তাই কামপূর্ণ করা মানব জন্মের প্রধান কারন।

মোক্ষ:

আমাদের যে স্বীয় সত্ত্বা আত্মা, সেই আত্মাই পরমব্রহ্ম। সেই নির্বিকার, নিরাকার পরমব্রহ্মকে লাভ করাই আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য। যখন এই জীবিত অবস্থায় আমরা নিজের নির্বিকার স্বরূপকে গ্রহন করতে পারবো এবং নির্বিকার থেকে জীবন-যাপন এর কর্ম সম্পাদন করতে পারবো তখনি আমাদের মোক্ষ প্রাপ্তি হবে।


1 comment:

  1. অসাধারণ👏✊👍
    অসংখ্য ধন্যবাদ 🙏🙏
    জয় শ্রীকৃষ্ণ 💚

    ReplyDelete